যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আমফানের পরবর্তী রাজ্যের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেন রাজ্যপাল । ফের মুখ খুললেন রাজ্যের সাধারণ মানুষের পরিস্থিতি নিয়ে । এ দিনের ট্যুইটে রাজ্যপাল লেখেন, ‘৩ দিন আগেই সেনা নামানো যেত ।’ বিপর্যয়ের তিন দিন পর গতকালই সেনার সাহায্য চেয়েছে রাজ্য সরকার । শনিবার বিকেল থেকেই জোরকদমে শহর জুড়ে কাজ শুরু করে দেয় সেনা । রাস্তায় পড়ে থাকা গাছ কাটা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জল, বিদ্যুত্ ফেরানোর কাজ শুরু করেছে সেনা । রাজ্যপালের অভিযোগ আগেই কেন এই পদক্ষেপ গ্রহণ করা হল না।
আরও পড়ুন: শহরের একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে রাজ্যকে জানাল সিইএসসি
এছাড়াও রাজ্যপাল এ দিন লেখেন, রাজ্যের উচিত ক্ষতিপূরণ নিয়ে সঠিক তথ্য জানানো । কেন্দ্রকে সঠিক তথ্য জানানো উচিত বলে মন্তব্য করেন তিনি । রাজ্যের বিভিন্ন অংশের পরিস্থিতি দেখে আমি কষ্ট পাচ্ছি। ভয়াবহ পরিস্থিতি গোটা দেশে। বহুদিন ধরে অত্যাবশ্যকীয় পরিষেবা পাচ্ছে না রাজ্যগুলি।যে সমস্ত সংস্থা বা সরকার উদ্যোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে,তাদের আরও দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি, রাজ্যবাসীকে ধৈর্য ধরে পরিস্থিতির সঙ্গে লড়াই করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল ধনকর।