fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

গ্রামবাসীদের উদ্যোগে তৈরি করা হল বাঁশের সাঁকো

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: বারবার প্রশাসনকে জানিয়েও যাতায়াতের যাতায়াতের জন্য সেতু তৈরি না হওয়ায় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে তৈরি করল বাঁশের সাঁকো। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের খুড়শি এলাকায় কেঠিয়া খালের উপর তৈরি হল সেই বাঁশের সাঁকো। স্থানীয়দের দাবি চন্দ্রকোণা ১ ও ২ ব্লকের মধ্যে যোগাযোগকারী খুড়শি গ্রামের বাঁশের সাঁকোটি, প্রতিবছর বর্ষায় আসলে তা স্রোতে ভেঙে যায়, যার ফলে যাতায়াতের নানান সমস্যায় ভুগতে হয় গ্রামবাসীদের, অবশেষে গ্রামবাসীদের নিজেদের উদ্যোগে তা তৈরি করা হয়।

[আরও পড়ুন- ঠাকুর দেখতে বেড়িয়ে নিখোঁজ দুই বোন, তদন্তে পুলিশ]

জানা গিয়েছে বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয় এই বাঁশের তৈরি সাঁকো। নিজেদের উদ্যোগে গ্রামবাসীরা একত্রিত হয়ে নিজেদের সমস্যা নিজেরাই মেটানোর উদ্যোগ নিল। গ্রামবাসীদের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব গ্রামবাসীদের সঙ্গে হাত লাগায় এই বাঁশের সাঁকো তৈরীর কাজে। তাই নিজেদের সমস্যা নিজেরাই  সমাধান করে বাঁশের সাঁকো তৈরি করে সেই সাঁকোর উপর দিয়ে বুধবার যাতায়াত শুরু করেছেন গ্রামবাসীরা।

 

Related Articles

Back to top button
Close