fbpx
দেশহেডলাইন

মানসিক অবসাদে হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী করোনা আক্রান্ত ব‍্যাঙ্ক ম‍্যানেজার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মানসিক অবসাদে হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন করোনা আক্রান্ত এক ব‍্যাঙ্ক ম‍্যানেজার। মর্মান্তিক এবং ভয়ংকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাবাদে বৃহস্পতিবার রাতে। জানা গেছে, পেশায় ব্যাংক ম্যানেজার ৪২ বছরের ওই রোগী ভরতি ছিলেন তীর্থঙ্কর মহাবীর মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে।

পুলিশ জানিয়েছে মৃতের নাম রাজেশ, এলাকার গ্রামীণ ব্যাংকে ম্যানেজার ছিলেন তিনি। শহরের পুলিশ সুপার অমিত আনন্দ জানিয়েছেন, ‘রাজেশ হাসপাতালের ৬ তলা থেকে লাফ দিয়েছেন। গ্রামীণ ব্যাংকে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। গত ২১ জুলাই তাঁর কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল। এর পর গত ২৫ জুলাই তাঁকে এই সরকারি হাসপাতালে ভরতি করানো হয়।’ তবে কী কারণে এমন আত্মহত্যা তা জানতে পারেনি পুলিশ। পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, করোনার জেরেই হয়তো মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

উল্লেখ্য, কয়েকদিন আগে গত ২৬ অগস্ট অন্ধ্রপ্রদেশের এক কংগ্রেস নেতাও করোনা আক্রান্ত হওয়ার পরই আত্মঘাতী হয়েছিলেন। কাডাপা জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মৃত সিরিগিরেড্ডি গাঙ্গি রেড্ডি। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে এলে জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন।

Related Articles

Back to top button
Close