fbpx
কলকাতাদেশহেডলাইন

মে মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন সেই তালিকা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এপ্রিলের মতো মে মাসেও থাকছে প্রচুর ব্যাঙ্ক হলিডে। এই অবস্থায় আগে ভাগেই জেনে নেওয়া ভালো, সেই ছুটি লিস্ট। না হলে ব্যাঙ্কে গিয়ে বেকায়দায় পড়তে হতে পারে গ্রাহকদের। মে মাসে প্রায় ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আরবিআইয়ের প্রকাশিত লিস্ট অনুযায়ী মে মাসে ঈদ, পরশুরাম জয়ন্তী, বুদ্ধপূ্র্নিমা, মতো বিভিন্ন জায়গার উৎসব রয়েছে৷ এই মাস ছুটি দিয়ে শুরু হয়েছে৷ এছাড়াও রবীন্দ্র জয়ন্তীর ছুটি রয়েছে৷

এক নজরে ব্যাঙ্ক হলিডে’র লিস্ট

১ মে ২০২২- শ্রমিক দিবস/রবিবার

৩ মে ২০২২- ঈদ-উল-ফিতর , অক্ষয় তৃতীয়া

৮ মে ২০২২- রবিবার

৯মে ২০২২- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন

১৪ মে ২০২২- দ্বিতীয় শনিবার

১৫ মে ২০২২- রবিবার

১৬ মে ২০২২- বুদ্ধ পূর্ণিমা

২২ মে ২০২২- রবিবার

২৪ মে ২০২২- কাজী নজরুল ইসলামের জন্মদিন (সিকিম)

২৮ মে ২০২২- চতুর্থ শনিবার

২৯ মে ২০২২-রবিবার

লিস্ট দেখেই ব্যাঙ্কের দিকে যাওয়া ভালো। না হলে হয়রানির শিকার হতে হবে গ্রাহকদের।

Related Articles

Back to top button
Close