fbpx
পশ্চিমবঙ্গশিক্ষা-কর্মজীবনহেডলাইন

করোনা আবহে ছাত্র-ছাত্রীদের সিলেবাসের ২৫ শতাংশ কমানোর আর্জি বঙ্গীয় শিক্ষক সংঘের

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার বঙ্গীয় শিক্ষক শিক্ষা কর্মী সংঘের পক্ষ থেকে জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের  আমাদের ৮ দফা দাবিতে একটি দাবিপত্র জমা দেওয়া হয়। সেখানে সংগঠনের শিক্ষকরা দাবি করেন, সারাদেশে করোনা মহামারীর প্রকোপ ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এমত অবস্থায় পাঠক্রম সুচি পরীক্ষা ও শিক্ষণ বিষয়ক সংশোধিত নির্দেশিকা বিদ্যালয়গুলিতে পাঠাতে হবে দ্রুত ।

 

 

 

সামাজিক দূরত্ব ও নিরাপত্তাজনিত কারণে শিক্ষক ও ছাত্র অনুপাত পুনর্বিবেচনা করতে হবে৷ ছাত্রদের সুবিধার্থে সিলেবাস এর ২৫ শতাংশ কমাতে হবে প্রভৃতি ৷ সেই সঙ্গে শিক্ষকদের নন-একাডেমিক বিষয় থেকে রেহাই দেওয়ার জন্য ও অনুরোধ জানিয়েছেন শিক্ষক শিক্ষা কর্মীরা ।

Related Articles

Back to top button
Close