fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণদেশহেডলাইন

ভারতীয়দের সুরক্ষিতভাবে দেশে ফেরানোই কেন্দ্রের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জঃ বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ অহরহ বারুদ গোলা বর্ষণে কেঁপে উঠছে ইউক্রেন। তার মধ্যে আতঙ্ক, ভয়ে বাড়ি ফেরার চেষ্টায় প্রাণ হাতে দৌড়াদৌড়ি করছে ভারতীয় পড়ুয়ারা।

ভারতীয়দের দেশে ফিরিয়ে আনাই কেন্দ্রের কাছে সব থেক বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বিদেশ সচিব জানিয়েছেন, ভারতের সঙ্গে বিভিন্ন দেশের যোগাযোগ রয়েছে এবং রাশিয়া ও ইউক্রেন প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে ভারতের যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ইউক্রেন থেকে ৩ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। কেন্দ্র জানিয়েছে মোট ১৫ টি বিমানে তাদের দেশের ফেরান হয়েছে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর শুক্রবার মোট ৩ হাজার ৫০০ জনকে ১৭ টি বিমানে দেশে ফিরিয়ে আনা হবে। ভারতীয়দের উদ্ধারে হাত মিলিয়েছে ভারতীয় বায়ুসেনা। ইতিমধ্যেই সকালে ৬টি বিমান এসে পৌঁছেছে। ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হল, আরও তিনটি বিশেষ বিমানের আয়োজন করা হচ্ছে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য।

ইতিমধ্যেই দক্ষিণে বন্দর শহর খেরসনের দখল নিয়েছে রাশিয়া। পুতিনকে কড়া বার্তা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন,  ইউক্রেনকে নতুন করে গড়ে তোলা হবে। রাশিয়াকে এই আগ্রাসী মনোভাবের জন্য তাকে ফল ভুগতে হবে।

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, তারা রুশ বাহিনীর অন্তত ৯ হাজার সৈন্য হত্যা কিংবা আহত করেছে।  এ ছাড়া রাশিয়ার ২১৭টি ট্যাংক, ৯০টি আর্টিলারি সিস্টেম, ৩১টি হেলিকপ্টার ও ৩০টি বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

গতকাল বুধবার রাশিয়া প্রথমবারের মতো হতাহতের সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ করেছে। তাদের দাবি, ইউক্রেনে মস্কোর ৪৯৮ জন সৈন্য নিহত হয়েছে। প্রায় এক হাজার ৬০০ সৈন্য আহত হয়েছে বলেও জানিয়েছে রাশিয়া। তবে মস্কোর দাবি, ইউক্রেনের সৈন্য এবং জাতীয়তাবাদী দুই হাজার ৮৭০ জনকে হত্যা করা হয়েছে।

Related Articles

Back to top button
Close