বাসের পিছনে বাইকের ধাক্কা…মৃত বাবা আহত ছেলে

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবার। বরাত জোরে প্রাণে বাঁচলে ছেলে। বুধবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মেমারি তারকেশ্বর রোডে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মণিরামবাটি এলাকায়। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সঞ্জয় বন্দ্যোপাধ্যায় (৪৮)। অল্পবিস্তর আহত হয়েছে বছর ১৭ বয়সী তাঁর ছেলের অর্কদ্বীপ বন্দ্যোপাধ্যায়। জামালপুর থানার চকদিঘির নতুনগ্রামে মৃত ব্যক্তির বাড়ি। দুর্ঘটনআয় সঞ্জয় বাবুর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁর পরিবার পরিজন ও প্রতিবেশীরা।
অর্কদ্বীপ জানিয়েছে, ‘চাষের দমকল মেশিন সারাতে এদিন সে ও তারা বাবা একটি বাইকে চেপে তারকেশ্বর গিয়েছিল। দুপুরে সেখান থেকেই তাঁরা ফিরছিলেন। পথে মেমারি তারকেশ্বর রোডে মণিরামবাটি স্টপেজে দাঁড়িয়ে নবদ্বীপ গামী একটি বাস যাত্রী নামাচ্ছিল। অর্কদ্বীপ জানিয়েছে, ‘বাইক চালানোর সময়ে তাঁর বাবা অসতর্ক ছিলেন। তার কারণে তিনি দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ধাক্কা মেরে বসেন। বাইকের সামনের অংশ বাসের নিচে ঢুকে যায়। অল্প বিস্তর আঘাত পেয়ে সেও বাইক থেকে রাস্তায় পড়ে যায়। এই দুর্ঘটনায় সঞ্জয় বন্দ্যোপাধ্যায় মারাত্মক জখম হন।এই খবর পেয়ে জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ ও স্থানীয় মানুষজন বাবা ও ছেলেকে উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয়বাবুকে মৃত ঘোষণা করেন।প্রাথমিক চিকিৎসার পর অর্কদ্বীপকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।