fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

ভবানীপুর আশ্রমে পালিত হল শ্রী শ্রী দাদাজী মহারাজের জন্মোৎসব

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শ্রী শ্রী দাদাজী মহারাজের আশ্রমে পালিত হল তাঁর জন্মোৎসব। গত ১৬ই অক্টোবর শিবকল্প মহাযোগী শ্রী শ্রী দাদাজী মহারাজের ভবানীপুর আশ্রমে সুষ্ঠুভাবে পালিত হল এই বিশেষ দিনটি। সকল নিয়ম শৃঙ্খলা মেনে দাদাজী মহারাজের ভক্ত শিষ্য এই পূণ্য তিথিতে শ্রী শ্রী দাদাজী মহারাজকে অন্তরের ভক্তি ও শ্রদ্ধা অর্পণ করেন। শ্রী শ্রী দাদাজী মহারাজের আশ্রমে মহাপ্রসাদ গ্রহণ করে সকল শিষ্য শিষ্যা নিজেদের ধন্য মনে করেন। উৎসবের আনন্দের মাঝে এই দিনে প্রকাশিত হয় প্রত্যক্ষ অলৌকিক ঘটনা এবং প্রমাণিত সত্যের উপর নির্ধারিত দাদাজী মহারাজের জীবন কাহিনী – ‘শিবাবতার শ্রী শ্রী দাদাজী মহারাজ’-এর দ্বিতীয় খণ্ড।

প্রায় এক মাস পূর্বে মহালয়ার পুণ্য তিথিতে প্রকাশিত প্রথম খণ্ড স্বল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করে, এবং সহজ সরল স্বভাবের অন্তরালে লুকিয়ে থাকা শ্রী শ্রী দাদাজী মহারাজের অলৌকিক স্বরূপের কথা জেনে, বহু ব্যতিক্রমী ঘটনার কথা জেনে সকলে আশ্চর্যচকিত হয়। লেখক নীলোৎপল দাস সেই ঘটনা পরম্পরার ধারার সঙ্গে সঙ্গে আরও বহু অলৌকিক তত্ত্বের সমূহ দ্বিতীয় খণ্ডে প্রকাশ করেন। শিবাবতার শ্রী শ্রী দাদাজী মহারাজের অলৌকিক লীলার উপর রচিত এই দুটি বই অধ্যাত্মিক জগতে অদ্বিতীয় এবং আলোড়নকারী গ্রন্থ।

আরও পড়ুন:বারাসত হাসপাতালের মানবিক মুখ…মানসিক ভারসাম্যহীন রোগীদের পুজোর জামা তুলে দিল কর্তৃপক্ষ

এই দ্বিতীয় খণ্ডে প্রকাশ পেয়েছে বহু অলৌকিক আলোড়নকারী তত্ত্ব এবং তথ্য, যার সঙ্গে জুড়ে রয়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোত্তম মহাযোগীরা। অমরকণ্টকের মহাযোগিনী মীরা মা, পরমব্রহ্মাবতার ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, মহাবতার বাবাজী মহারাজ, তন্ত্রসম্রাট নিখিলেশ্বরানন্দজি, মহাযোগী মৎস্যেন্দ্রনাথজি, মহাযোগী গোরখনাথজি, ভগবৎ পুরুষ শ্রী শ্রী লাহিড়ী বাবা (বাক্‌সারা), প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবাঠাকুর, যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, মহাযোগী আনন্দ মোহন লাহিড়ী, শ্রী স্বামীনারায়ণ, এবং আরও অনেক উচ্চকোটির যোগী মহাত্মাদের কথা রয়েছে, যার অনুধাবনে প্রকাশ পায় দাদাজী মহারাজের এবং তাঁদের রহস্যময় সম্পর্ক, এবং ভারতীয় অধ্যাত্মিক শাস্ত্রের বহু গুহ্য তত্ত্ব। এই খণ্ডে জানা যাবে কেমন করে সকল অধ্যাত্মিক পরম্পরা একত্রিত হয়েছে শিবাবতার দাদাজী মহারাজের মধ্যে, জানা যাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি তত্ত্ব, মহান ঋষি ‘নর’-এর কথা – যা ভারতীয় অধ্যাত্মিক ইতিহাসে অন্যতম আলোড়ন। সঙ্গে রয়েছে চোখের নিমেষে ঘটে যাওয়া বহু অলৌকিক ঘটনা। যা বাস্তব সম্মত জ্ঞান দ্বারা কোনও মতেই বিচার করা যায় না। এই দুই পুস্তক দাদাজী মহারাজের ভবানীপুর আশ্রম ছাড়া www.dadajimaharaj.com এবং Flipkart-এ উপলব্ধ।

Related Articles

Back to top button
Close