পশ্চিমবঙ্গহেডলাইন
সৌমিত্র খাঁকে গ্রেফতারের প্রতিবাদে আরামবাগে বিজেপির পথ অবরোধ

গোপাল রায়,আরামবাগ: বিজেপি সাংসদ তথা বিজেপি নেতা সৌমিত্র খাঁকে আসানসোল পুলিশ গ্রেফতার করার প্রতিবাদে আরামবাগে পথ অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকরা । শনিবার বেলা ১১ টা নাগাদ আরামবাগ জেলা যুব মোর্চার পক্ষ থেকে আরামবাগের ধামসা এলাকায় আরামবাগ গরড়রঘাট রোড অবরোধ করে যুব মোর্চার কর্মী সমর্থকরা তারই সাথে ছিলেন আরামবাগ জেলা যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ। প্রায় ৪০ মিনিট অবরোধ থাকার পরে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকরা । অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ,আরামবাগ জেলা যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ,জেলা সম্পাদক অশোক রায় জেলা সদস্য তুষার কর্মকার জেলা যুব সভাপতি বিশ্বজিৎ ঘোষ এছাড়া জেলা ও মন্ডল নেতৃত্ববৃন্দ ।
আরও পড়ুন: বনগাঁর গঙ্গানন্দপুরে নলকূপের গর্তে টগবগ করে ফুটছে জল, এলাকা ঘিরে দিল পুলিশ