পশ্চিমবঙ্গ
জেপি নাড্ডার গাড়িতে হামলার প্রতিবাদে আলিপুরদুয়ারে পথ অবরোধ বিজেপির

সুমিত কার্যী, আলিপুরদুয়ার: ডায়মন্ডহারবারে ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডার গাড়ি লক্ষ্য করে ইঁট বৃষ্টির প্রতিবাদে এবার পথে নামল আলিপুরদুয়ার জেলা বিজেপি। ১১ নং মন্ডল বিজেপি নেতৃত্বরা এদিন সোনাপুর বাবুরহাট তপসিখাতা সহ একাধিক জায়গায় পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার বিজেপি ১১ নং মন্ডলের বিভিন্ন এলাকার এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন ১১ নং মন্ডল সভাপতি সাধন সাহা সহ অন্যান্যরা।
১১ নং মন্ডলের সভাপতি সাধন সাহা বলেন, ‘রাজ্যজুড়ে যেভাবে তৃণমূল হত্যা, ধর্ষণ, হামলা শুরু করেছে তার আমরা নিন্দা জানাচ্ছি। এভাবে হামলা করে যদি ওরা মনে করে আমাদের আটকে দেবে তবে ওরা ভুল ভাবছে, যতই ওরা আমাদের আটকানোর চেষ্টা করুক না কেন মানুষ যে আমাদেরই বেছে নেবে তা ওরা ভালোভাবেই বুঝতে পারছে। তাই এভাবে আটকানোর চেষ্টা করছে।’