বিজেপি জমানায় রাজ্যপাল আরএসএস-এর হয়ে কাজ করছেন: পার্থ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্থরাজ্যপাল জগদীপ ধনকর বিজেপির হয়ে কাজ করছেন। সম্প্রতি তৃণমূল এই আভিযোগে একাধিকবার বিদ্ধ করেছে। কিন্তু এবার আরও গুরুতর আভিযোগ করল তৃণমূল। রাজ্যপাল আরএসএস দ্বারা পরিচালিত হচ্ছেন। শুক্রবার সোশাল মিডিয়ায় একটি চিঠি প্রকাশ্যে এনে দলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘কোনও রাজ্যের রাজ্যপাল স্থানীয় রাজনীতি থেকে দূরে থাকবেন, সেটাই বাঞ্ছনীয়। কিন্তু বিজেপির জমানায় সরাসরি আরএসএসের নির্দেশে কাজ করেন।’ কয়েকদিন আগে সুরজিৎ করপুরকায়স্থ ও রিনা মিত্রকে নিয়োগের চিঠি এনক্লোজ করে মুখ্যমন্ত্রী, রাজ্য এবং কলকাতা পুলিশকে ট্যাগ করে মুখ্যসচিবের কাছ থেকে জবাব তলব করেছিলেন রাজ্যপাল। সেই চিঠির ছবিতে দেখা যায়, সেটি আরএসএসের কোনও সদস্য তাঁকে পাঠিয়েছেন। রাজ্যপালের সেই টুইটের পাল্টা জবাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও রাজভবনে কোনও রিপোর্ট জমা পড়ার খবর মেলেনি।
উল্লেখ্য, মুর্শিদাবাদ থেকে আল-কায়দা জঙ্গি সন্দেহে মোট ৬ যুবকের গ্রেফতারি, অস্ত্র কারখানার হদিশ, বেলেঘাটায় বাড়িতে বোমা বিস্ফোরণ –এই একাধিক ঘটনায় বৃহস্পতিবার ফের রাজ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল। টুইটে তাঁর দাবি, আল-কায়দার মতো জঙ্গিরা পশ্চিমবঙ্গকে তাদের নিরাপদ ডেরা বলে মনে করছে, অবাধে গড়ে উঠছে বেআইনি বোমা কারখানা। এসব রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট চিন্তার। অথচ এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের তেমন নজর নেই বলে অভিযোগ তুলেছেন তিনি।