শৃঙ্খলাভঙ্গের অভিযোগ… দল থেকে তিন নেতাকে বহিষ্কার করল বিজেপি

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষকে ঘিরে গত ২৭ সেপ্টেম্বর বিক্ষোভ প্রতিবাদ ও ভাঙচুরের ঘটনায় তিন নেতাকে বিজেপি দল নেতাকে থেকে বহিষ্কার করল বিজেপি। সাংগঠনিক জেলার সহ সভাপতি দুলাল রায়, বসিরহাট যুব মোর্চার সম্পাদক মৃত্যুঞ্জয় কর্মকার, বসিরহাট পৌর মন্ডলের সম্পাদক বিশ্বজিৎ রক্ষিত এই তিনজনকে দল থেকে বহিষ্কার করল বিজেপি।
আরও পড়ুন:চলচ্চিত্র জগতকে শেষ করে চক্রান্তকে বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি উদ্ধব ঠাকরের
আজ শুক্রবার বসিরহাট টাউন হল এলাকায় বিজেপির জেলা পার্টি অফিসে বিজেপি রাজ্যে সহ-সম্পাদক বিশ্বপ্রিয় রায় চৌধুরী জানান, গত মাসের ২৭ তারিখে জেলার সভাপতি তারক ঘোষ সংখ্যালঘু সেলের সভাপতি মন্টু হাজি সহ একাধিক নেতৃত্বকে ঘিরে বিক্ষোভ তালা মেরে রেখে দেওয়ার পাশাপাশি কর্মিসভায় ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তিন বিজেপি নেতার বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে বসিরহাট থানার পুলিশ যায় ঘটনাস্থলে।
তারপরেই দলের পক্ষ থেকে ওই তিন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই তিন নেতার বিরুদ্ধেই দলীয় শৃঙ্খলাভঙ্গ ভাঙচুর মারধর সহ একাধিক অভিযোগ উঠেছে।