উত্তরকন্যা অভিযানের কর্মসূচির প্রচারে জোরকদমে নামল বিজেপি

মিল্টন পাল, মালদা: আগামী ৭ ডিসেম্বর বিজেপির ডাকে উত্তরকন্যা অভিযানের কর্মসূচির প্রচারে জোরকদমে নামল বিজেপি নেতৃত্ব কর্মীরা। সোমবার সকালে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে পুরাতন মালদার সাহাপুরে চায় পে চর্চা অনুষ্ঠানে যোগদান করেন। সেখানেই এই কর্মসূচির জন্য যাতে প্রচুর মানুষ শিলিগুড়িতে সমাগম হতে পারে তার জন্য জোর কদমে প্রচার চালান তিনি। এমনকি বিজেপি কর্মীদের পাশাপাশি সংসদ কেউ এই কর্মসূচির সমর্থনে দেওয়ার লিখতে দেখা যায়।
উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন, ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় দেওয়াল লেখা কর্মসূচি শুরু হয়েছে। জেলা নেতৃত্ব থেকে মন্ডল নেতৃত্ব সবাই জোর কদমে নেমে পড়েছে উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষের সমাগম হবে শিলিগুড়িতে বলে তিনি আশা করেন। আরও দাবি যেভাবে রাজ্য সরকারের দুর্নীতি চলছে তাতে মানুষ তিতিবিরক্ত। সব মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। কারণ যে ভাবে বাংলায় বেকারত্ব বাড়িয়ে তুলেছে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, সুষ্ঠ বিধানসভা নির্বাচনের জন্য। মানুষের জীবনে নাভিশ্বাস উঠতে শুরু করেছে। যার মানুষের দাবি নিয়ে আমাদের উত্তরকন্যা অভিযান হবে।
যদিও এই জমায়েতে দাবিকে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মালদা জেলার মুখপাত্র শুভময় বসু। তিনি বলেন,এসব করে কোন লাভ নেই সামনে ভোট এজন্য বাজার গরম করতে চাইছে। একমাত্র তৃণমূল কংগ্রেসই মানুষের সাথে আছে। বিজেপির এই জমায়েত কোনও কাজে দেবে না।