fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

‘বিধানসভা নির্বাচনে বিজেপি ২২১টি আসন পাবে’

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর থেকে এই রাজ্যে সংখ্যালঘুরা যেভাবে বিজেপিতে দলে দলে যোগদান করছেন তাতে ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যে থেকে বিজেপি ২২১ টি আসন পাবে বলে দাবি করলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলি হোসেন।

শনিবার বিকালে ফুলেশ্বরের মনসাতলায় বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা বলেন আলি হোসেন। এদিন তিনি বলেন লোকসভা নির্বাচনের পর থেকেই সংখ্যালঘুদের মধ্যে উৎসাহ বাড়ছে। আর সেই
কারণে জেলায় জেলায় বিজেপিতে যোগাদান বাড়ছে। আলি হোসেন বলেন এবারে আমরা রাজ্যের ৪১টি সংখ্যালঘু অধুষিত বিধানসভা থেকে ১০ লক্ষ সংখ্যালঘু সদস্য এবং বাজি ২৫৩টি বিধানসভা থেকে ১০ লক্ষ সংখ্যালঘু সদস্য করার লক্ষমাত্রা রেখেছি। ইতিমধ্যে ৫০ হাজার সংখ্যালঘু আমাদের দলে নাম লিখিয়েছে। এদিন তিনি বলেন বাংলা আগামীদিনে ভারতকে পথ দেখাবে। আর সেই কারণে এই রাজ্যে বিজেপির আসাটা খুব জরুরী। আলি হোসেন জানান বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ৪০ বার রাজ্যে আসবেন। এছাড়াও সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে সরাষ্ট্র দফতরের কার্যারয় তৈরী করে বিধানসভা নির্বাচন পরিচালনা করবেন।

তিনি বলেন ইংরেজরা ভারত ছাড়ার পর ৩০ বছর কংগ্রেস,৩৪ বছর এবং তৃণমুল ১০ বছর শাসন করে রাজ্যটাকে শেষ করে দিয়েছে এখন বিজেপির পালা। আর এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসে বাংলাকে বাঁচাবে। বিজেপি থেকে তৃণমূলে ফিরে যাওয়া সর্ম্পকে তিনি বলেন একটি ফুটবল টিমে যেমন দলবদল হয়ে থাকে সেইরকম এখানে থেকেও অনেকে চলে যাচ্ছে। তবে বিজেপির সংস্কৃতির সঙ্গে যারা খাপ খাওয়াতে পারছে না তারাই দল থেকে চলে যাচ্ছে বলে দাবি করেন আলি হোসেন। এদিনের এই অনুষ্ঠানে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন বিধানসভা থেকে আট শতাধিক সংখ্যালঘু কর্মী তৃণমুলে যোগ দেয়। দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন আলি হোসেন ও বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শিবশঙ্কর বেজ।

Related Articles

Back to top button
Close