
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একুশের যুদ্ধের আগে তারুণ্যের অস্ত্রেও শান দিচ্ছে গেরুয়া শিবির। বিষ্ণুপুরের সাংসদ যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ রবিবার বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে জানালেন, সেপ্টেম্বর মাসের শেষের দিকে রোজগারের দাবিতে নবান্ন অভিযান করা হবে। একইসঙ্গে রাজ্যের ২৭৮ টি বুথে সেপ্টেম্বর মাসের মধ্যে দু’বার করে বৈঠক করবেন।
তিনি বলেন, ‘ চাকরির দাবি ছড়াও যুব মোর্চার কর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা দেওয়া, গণতন্ত্র লুঠসহ একাধিক অভিযোগে নবান্ন অভিযান করা হবে। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। দিলীপ দা, অন্যান্য সিনিয়র নেতারা নির্ঘণ্ট ঠিক করবেন।’
এদিন যুবমোর্চার নতুন রাজ্য কমিটির ঘোষণা করেন সৌমিত্র। কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন ৬ জন, উল্লেখযোগ্য নাম বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা, আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। এছাড়াও সাধারণ সম্পাদক ২ জন, সম্পাদক রয়েছেন ৫ জন।