বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে ব্যাপক সাড়া বগুলায়

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে বগুলাতে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেল। বিজেপি নদিয়া জেলা দক্ষিণের সম্পাদিকা প্রিয়াঙ্কা মন্ডল, ৩৮ নং জেড পি-র মন্ডল সভাপতি তিলক বর্মন, মহিলা মোর্চার স্থানীয় নেত্রী বন্দনা বর্মন সহ একাধিক আঞ্চলিক নেতৃত্বের উপস্থিতিতে এদিন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বগুলা ২ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকার ৩৪ নং বুথ কমিটির অধীন একাধিক বাড়ি পরিক্রমার মধ্যদিয়ে জনসংযোগ বৃদ্ধি কর্মসূচিতে ঝড় তুলে দেন বিজেপি নেতৃত্ব। প্রতিটি পরিবারে গৃহ কর্তা কিংবা কর্ত্রী-র সঙ্গে খোলামেলা আলাপচারিতার পাশাপাশি তাদের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন এবং কেন্দ্রের বিজেপি সরকারের জনমুখী নানা প্রকল্পের কথা তুলে ধরেন বিজেপি নেতৃত্ব। শনিবারের কর্মসূচিতে ব্যাপক সাড়া ফেলে দেয় বর্ধিত বগুলা এলাকার জনমনে।