কোলাঘাটে ‘সমরসতা’ দিবসে পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার বার্তা বিজেপির

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: বি আর আম্বেদকর প্রয়াণ দিবসটিকে ভারতীয় জনতা পার্টি ‘সমরসতা ‘দিবস হিসেবে পালন করে। কোলাঘাট ব্লকের পুলশিটা অঞ্চলের কুমারহাট গ্রামে এই দিনটিকে সামনে রেখে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার অঙ্গীকার বার্তা দিল কোলাঘাট মন্ডল বিজেপি। নেতৃত্বরা আম্বেদকর এর জীবনচর্চার নানা বিষয় তুলে ধরেন। সেই সঙ্গে পিছিয়ে পড়া মানুষদের অভাব অভিযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন করেন ওই এলাকার মানুষজন দের সঙ্গে।
উপস্থিত ছিলেন তমলুক জেলা সাংগঠনিক বিজেপির সম্পাদক দেবব্রত পট্টনায়েক, রাজ্য সংখ্যালঘু মোর্চার রাজ্য নেতা শেখ সাদ্দাম হোসেন, কোলাঘাট মন্ডলের সহ-সভাপতি অলোক বাগ, মন্ডলের সাধারণ সম্পাদক নবকুমার ভক্তা যুব নেতৃত্ব প্রসেনজিৎ সরকার। জেলা সম্পাদক দেবব্রত পট্টনায়েক বলেন মানুষজনদের পাশে থেকে লড়াইয়ের ময়দানে দল রয়েছে, আগামী দিনেও তা থাকবে।