পশ্চিমবঙ্গহেডলাইন
চোপড়ার ধর্ষণ কান্ডের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা বিক্ষোভ দেখাল পুরুলিয়ায়

সাথী প্রামানিক, পুরুলিয়া: চোপড়ার ধর্ষণ কান্ডের প্রতিবাদ জানিয়ে পুরুলিয়া জেলা জুড়ে বিক্ষোভ দেখাল ভারতীয় জনতা মহিলা মোর্চা। মঙ্গলবার, বিকেলে বৃষ্টির মধ্যেই দলীয় কর্মসূচিতে অংশ নেন সদস্যারা। পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুলের কাছে বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন ভারতীয় জনতা মহিলা মোর্চার জেলা সভানেত্রী কাবেরী চ্যাটার্জী। ঘটনার নিন্দা প্রকাশ করে প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন তিনি। এছাড়া কাবেরী বলেন, ‘আজ নারীরা সুরক্ষিত নয়। তাঁদের সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। অথচ এই ধরণের নারকীয় ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। চোপড়ার ধর্ষণ কান্ডের দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
প্রসঙ্গত, চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ এলাকার বাসিন্দা বছর পনেরোর ওই কিশোরীকে গত ১৮ জুলাই রাতে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায় এক দুষ্কৃতী। বাড়ির পাশেই একটি জায়গায় নিয়ে গিয়ে ওই কিশোরী ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। আরও অভিযোগ, ওই নাবালিকাকে জোর করে বিষ খাইয়ে দেওয়া হয়। সকালে স্থানীয় বাসিন্দারা কিশোরীকে দেখতে পান।