fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে প্রতীকী অবস্থান বিজেপির যুব সংগঠনের

সোমা কর দিনহাটা:  করোনা ভাইরাস এই মহামারীর পরবর্তী সময় কর্মহীন হয়ে পরা অসহায় মানুষের কথা চিন্তা করে এ রাজ্যে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে প্রতীকী অবস্থান করল বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার দিনহাটা শহর মন্ডল কমিটি । যুব সংগঠনের পক্ষ থেকে বুধবার দিনহাটা শহরের বিদ্যুৎ বন্টন দফতরের সামনে ছাড়াও বোর্ডিং পাড়া সহ বিভিন্ন এলাকায় প্রতীকী অবস্থান আন্দোলনে শামিল হয়ে তিন মাসের বিদ্যুতের বিল মুকুবের দাবিতে সরব হন তারা । এদিন সংগঠনের দিনহাটা শহর মন্ডল সভাপতি মুন্না সাউ, জেলা কমিটির কোষাধ্যক্ষ সন্ত সাহা, দিনহাটা শহর মন্ডল সাধারণ সম্পাদক সুব্রত সাহা প্রমুখ নেতৃত্বে শহরের বিদ্যুৎ দফতর ও বিভিন্ন রাস্তার চৌ মাথায় প্রতীকী অবস্থান কর্মসূচি পালন কে ঘিরে রাজনৈতিক মহলে ও বেশ আলোড়ন ছড়িয়ে পড়ে।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই প্রতীকী অবস্থান চলে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দিনহাটা শহর মন্ডল ভারতীয় জনতা যুব মোর্চা সভাপতি মুন্না সাউ বলেন,“তৃণমূলের উন্নয়ন মা কে কাঁদিয়ে মাটি কাঁপিয়ে মানুষ”-কে বিদ্যুৎ বিলের ভারে মারছে।” কারন বর্তমান লকডাউনের জন্য বেশিরভাগ মানুষই কর্মহীন অবস্থায় আছেন। বর্তমানে মানুষ দু’বেলা দু’মুঠো খাবারের জন্য বিপর্যয়ের মুখে পড়েছে। সে ক্ষেত্রে তিন মাসের বিদ্যুতের বিল সাধারণ মানুষের কাছে বোঝার মত বিষয়। এ সময়ই বিদ্যুৎ এর বিলের নামে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় কেন্দ্রের ঘোষণা করা প্যাকেজ আল্টিমেটলি অশ্ব-ডিম্ব’ কটাক্ষ মমতার

বিদ্যুতের লোক বাড়ি বাড়ি গিয়ে বলছে অথবা এসএমএসের মাধ্যমে জানাচ্ছে আগের মাসের যে বিল দেওয়া হয়েছে সেই অনুসারে বিলটা দিয়ে দিতে, পরে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। যেখানে সাধারণ মানুষ দুবেলা-দুমুঠো খাবার জোগাড় করতে সমস্যায় পড়ছেন সেখানে কিভাবে তিন মাসের বিদ্যুতের বিল মেটাবেন ? তাই আজ সারা রাজ্যের পাশাপাশি দিনহাটা তেও ভারতীয় জনতা যুব মোর্চা পক্ষ থেকে লকডাউনের সমস্ত নিয়ম মেনে দূরত্ব বজায় রেখে পশ্চিমবঙ্গে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে প্রতীকী অবস্থান বিক্ষোভে সামিল হন যুব কর্মী-সমর্থকরা।

Related Articles

Back to top button
Close