কলকাতাশিক্ষা-কর্মজীবনহেডলাইন
৫০০ শিক্ষককে একদিনে নিয়োগের নির্দেশ দিল পর্ষদ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা আবহে প্রায় ৫০০ শিক্ষক, শিক্ষাকর্মী কে নিয়োগ পত্র দিল মধ্য শিক্ষা পর্ষদ। তবে এই সকল শিক্ষকরা কোনও বিদ্যালয়ে কাজের জন্য যোগ দেবেন তা এখনো বলা হয়নি ওই বিজ্ঞপ্তিতে। স্কুল খুললে তবেই এই বিষয়টি চূড়ান্ত হবে বলেই জানা গেছে।
দীর্ঘ দিন ধরেই বিশেষ কারণে বদলি বা ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড-এর মাধ্যমে বদলির প্রক্রিয়া বন্ধ ছিল। অবশেষে তা ফের শুরু করল রাজ্য স্কুলশিক্ষা দফতর। স্কুল সার্ভিস কমিশনের তরফে বদলি সংক্রান্ত সুপারিশের চিঠি মধ্যশিক্ষা পর্ষদের পাঠানো হলেও পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার কারণে সেই প্রক্রিয়া স্থগিত হয়ে পড়ে। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জায়গায় ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক চন্দ্র মান্না আসার পর পরেই বদলি প্রক্রিয়া আবার শুরু হল। এই নিয়োগ পত্র গুলিতে কার্তিক চন্দ্র মান্নার স্বক্ষর রয়েছে বলেই জানা গেছে।
এর ফলে খানিকটা স্বস্তিতে শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। যদিও নিয়োগপত্র পাওয়ার পর ঠিক কবে থেকে চাকরিতে যোগ দেবেন সেই বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয়নি পর্ষদের তরফে। স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, স্কুল না খুললে বদলির নিয়োগপত্র পাওয়া শিক্ষক-শিক্ষিকারা আপাতত স্কুলে যোগ দিতে পারবেন না।