ভগবানপুরে প্রতিবন্ধী যুবতীর মৃতদেহ উদ্ধার, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
মিলন পণ্ডা, পূর্ব মেদিনীপুর: প্রতিবন্ধী এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার লকডাউনে মাঝে রণক্ষেত্র চেহারা নিল ভগবানপুর। মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। অবশেষে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বিভীষণপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবতীর নাম অন্নপূর্ণা প্রধান (৩৫)। এখনো পর্ষন্ত এলাকায় উওেজনা রয়েছে। লাগাতার পুলিশী টহল চলছে।
আরও পড়ুন: করোনার জেরে বিশ্ববাজারে তেলের চাহিদা তলানিতে, হু হু করে পড়ছে দাম
পুলিশ ও স্থানীয় সূত্রে, জানা গিয়েছে অন্নপূর্ণা নামের যুবতী জন্ম থেকে প্রতিবন্ধী। এই কারণে ওই যুবতীর বিয়ে হয়নি। দাদা বৌদির সঙ্গে থাকত অন্নপূর্ণা। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে বাড়িতে ছুটে যায় ভগবানপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ ওই প্রতিবন্ধী যুবতীকে খুন করেছে দাদা বৌদি। প্রমাণ লোপাটের জন্য ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ও দাদা তপন প্রধানকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার ভগবানপুর থানার পুলিশ মৃতদেহটি কাঁথি মহাকুমা হাসপাতালের ময়না তদন্তে পাঠিয়েছে।
ভগবানপুর থানার ওসি প্রণব রায় বলেন, মৃতদেহটি উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে। যদিও এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ওসি আরও বলেন, মৃত প্রতিবন্ধী যুবতীর দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে এলে খুন নাকি আত্মহত্যা পরিস্কার হবে।