বাড়ির অদূরে জঙ্গলে গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: বাড়ির অদূরে জঙ্গলে গাছ থেকে গলায় দড়ি দেওয়া এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডামরা হেল্থ সেন্টার এলাকার বাসিন্দা মৃত ব্যক্তির নাম অশোক রাওয়ানি (৪৫)৷
আরও পড়ুন- লক্ষ্মী পুজোর বাজারে আকাশ ছোঁয়া দাম হাত পুড়ছে গৃহস্থের
পুলিশ সূত্রে জানা গেছে, অশোক রাওয়ানির সঙ্গে বৃহস্পতিবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। মদ খেয়ে আসা নিয়ে সেই ঝগড়া হয়। শুক্রবার সকালে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে সকাল দশটার সময় বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে জঙ্গলে একটি গাছে অশোককে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ আসে। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, স্ত্রীর সঙ্গে ঝগড়ার কারণে মানসিক অবসাদে ওই ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।