
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির কাছে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার সকালে কড়েয়ার পাম অ্যাভিনিউয়ের ঘটনা। এই এলাকাতেই থাকেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেখানেই সাতসকালে রাস্তার উপর একটি দেহ পড়ে থাকতে দেখে, স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা।
দেহ উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে আসে কড়েয়া থানার পুলিশ। পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম লাল চাঁদ হেলা (৩৫)। পেশায় পুরসভার সাফাই কর্মী ছিলেন ওই যুবক। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাত থেকেই ওই যুবককে পাম অ্যাভিনিউ এলাকায় পড়ে থাকতে দেখা যায়। কিন্তু কেউ-ই তাঁকে লক্ষ্য করেনি। প্রাথমিক ভাবে দেহে বাইরের কোনও আঘাতের চিহ্ন মেলেনি।
আরও পড়ুন: কলকাতা পোর্ট ট্রাস্ট এর নাম পরিবর্তন করা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
কিন্তু ওই যুবক ওখানে কি ভাবে এলেন, দেহ উদ্ধারের ঘটনায় তাঁর তদন্ত শুরু করেছে পুলিশ। থানার পাশাপাশি হোমিসাইড বিভাগও তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে পুরসভার কর্মীদের সঙ্গেও কথা বলা হবে বলে জানিয়েছে পুলিশ। কথা বলা হবে ওই যুবকের পরিবারের সঙ্গেও।