নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার। বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর এলাকার ঘটনা। গত শনিবার সকাল বেলায় সুধাংশু ঘোষ বছর ৬৫ এই মৎস্যজীবী ইচ্ছামতী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তার বাড়ির লোক আর খুঁজে পায়না। হাসনাবাদ থানায় নিখোঁজ ডায়েরি করে মৎস্যজীবীর পরিবার। তারপর গতকাল সারাদিন রাত্রে ইছামতি নদীতে জাল ফেলে মৎস্যজীবী কে খোঁজার চেষ্টা করলে তাকে খুঁজে পাওয়া যায় না। রবিবার দুপুর বেলা ভারত-বাংলাদেশ সীমান্তের রাজনগর গ্রামের ইছামতি নদীর ডগ ঘাটে ওই মৎস্যজীবীর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরিবারের লোক কে খবর দিলে পরিবারের থেকে জানাযায় গত কালকে নিখোঁজ হওয়া মৎস্যজীবী সুধাংশু ঘোষের মৃতদেহ। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পাঠিয়েছে। এই মৃত্যুর পিছনে অন্য কোন কারণ আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।