fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বড়শুলে

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বাড়ির দরজা বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। মৃত যুবকের নাম পীযূষ মণ্ডল (২২)। তার বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বড়শুলের বালালদিঘী পাড় এলাকায়। বৃহস্পতিবার বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে মৃত যুবকের দেহের ময়নাতদন্ত হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পীযূষ মণ্ডলের বাবা মঙ্গল মণ্ডল পেশায় ঘরের কাঠামো মিস্ত্রী। তার দুই কন্যা বিবাহিত। একমাত্র ছেলে পীযূষ এবার সংসারের হাল ধরুক এমনটা চাইতেন মঙ্গল বাবু। পরিবার সূত্রে জানাগেছে, এইসব নিয়ে বুধবার সকালে পারিবারের লোকজন পীযূষ কে দু’ চার কথা বলেন। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে পীযূষ নিজের ঘরে শুতে যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললেও পীযূষ ঘরথেকে না বের হওয়ায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করে। কিন্তু তারা কোন সাড়া পান না। এরপর দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের লোকজন দেখেন ঘরের বাঁশের কাঠামোয় গলায় ফাঁস লাগানো অবস্থায় পীযূষের দেহ ঝুলছে। পরিবার সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষনা করেন। ঠিক কি কারণে পীযূষ এমন ঘটনা ঘটালো তা বুঝে উঠতে পারছেন না পরিবার সদস্যরাও।

Related Articles

Back to top button
Close