পশ্চিমবঙ্গহেডলাইন
ভাঙড়ে বন্ধ কারখানা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: বন্ধ কারখানা থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। মৃতের নাম মিলন মণ্ডল। মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার হাটগাছা ঘোষ পাড়া এলাকায়।
এলাকার মানুষের অনুমান, কারখানা বন্ধ থাকলেও সেখানে যত্রতত্র বিদ্যুতের তার ছড়িয়ে থাকার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মিলনের। এলাকার মানুষ মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতা লেদার কম্পলেক্স থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি ভাবে যুবকের মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।