fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

রাতভর বোমাবাজি, ফের উত্তপ্ত ব্যারাকপুর

  • শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: রাতভর বোমাবাজির ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠলো ব‍্যারাকপু্র। বৃহস্পতিবার সকালে বিজেপির বারাকপুরের সাংসদের অর্জুন সিং এর সামনে বোমাবাজির ঘটনা ঘটে। এরপর রাতেও বাড়ি সংলগ্ন এলাকায় বোমাবাজি হয়। অল্পের জন্য রক্ষা পান অর্জুন সিং। বেশ কয়েকটি বাড়ির চালে বোমা মারা হয়। ক্ষতিগ্রস্থ হয় বেশ কয়েকটি বাড়ি। এলাকার মানুষ আতঙ্কিত।

শুক্রবার ঘটনাস্থলে আসেন বারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম নগরপাল অজয় ঠাকুর। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। কিছু বাড়িতে পুলিশি খরচায় সি সি টিভি লাগানোর নির্দেশ দেন জগদ্দল থানার ওসি দেবর্ষি সিনহাকে। এই ঘটনা নিয়ে অবশ্য কিছু বলতে চাননি যুগ্ম নগরপাল। পুলিশ সূত্রে খবর, কালকের দুটি ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এখনো কাউকে গ্ৰেফতার করা হয়নি।

Related Articles

Back to top button
Close