fbpx
কলকাতাগুরুত্বপূর্ণ

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু, প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বার বার একই ঘটনার সাক্ষী থাকছে কলকাতা। হরিদেবপুরের পরে এবার রাজাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট বালকের মৃত্যুর ঘটনায় ফের উঠল গাফিলতির প্রশ্ন। শনিবার বিকেল থেকেই প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। সেই সময় টিউশন থেকে বাড়ি ফিরছিল ওই বালক। এ দিন সন্ধ্যায় রাজাবাজার এলাকার রাজা রাজ নারায়ণ স্ট্রিটে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷ মৃত কিশোরের নাম মহম্মদ ফাইজান৷ মৃতের বাবার দাবি সন্ধেবেলা টিউশন পড়ে ফিরছিল তার ছেলে। বৃষ্টির কারণে গলিতে জল জমে ছিল৷ বিদ্যুতের  খুঁটির কাছে জমা জলে পা দিতেই  তাঁর ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে দাবি মৃতের বাবার৷ শেষ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কিশোরকে উদ্ধার করা হয়৷ প্রথমে তাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তীর দাবি, হাসপাতালেই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

গত রবিবার হরিদেবপুরে অনেকটা একই ভাবে বিদ্যুতের খুঁটিতে হাত লেগে মৃত্যু হয় এক কিশোরের৷ সেই ঘটনার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের এক ঘটনা। স্থানীয় মানুষের প্রশ্ন আর কত মায়ের কোল খালি তবে পুরসভার টনক নড়বে।

 

 

Related Articles

Back to top button
Close