পরিযায়ী শ্রমিক নিয়ে ফেরার পথে মৃত্যু বাস চালকের

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: কেরলে আটকে থাকা শ্রমিকদের নিয়ে ফেরার পথে বাসের মধ্যেই চালকের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়াল শ্রমিকদের মধ্যে। জানা গেছে কেরলে আটকে থাকা শ্যামপুরের ৩৪ জন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনতে ৩রা জুন শ্যামপুর থেকে একটি বাস কেরলের উদ্দ্যেশে রওনা হয়। সূত্রের খবর ৬ই জুন বাসটি শ্রমিকদের নিয়ে শ্যামপুরে রওনা হওয়ার পর বিকেলে বাস চালক অসুস্থ হওয়ায় সে বাসের মধ্যেই শুয়ে পড়ে। অন্য বাস চালক বাস চালিয়ে নিয়ে আসার সময় রাতে বাসের মধ্যেই অসুস্থ বাস চালকের মৃত্যু হয়। এদিকে চালকের মৃত্যুর পর শ্রমিকরা বাসের পিছনের দিকে ফাকা জায়গায় চালকের মৃতদেহ নিয়ে মঙ্গলবার ভোরবেলা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
এদিকে বাস চালকের মৃত্যু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। তাদের বক্তব্য শনিবার সকালে বাস নিয়ে রওনা হওয়ার পর বিকেলের দিকে চালক অসুস্থ বোধ করায় বাসের পিছনের সিটে শুয়ে পড়ে। তাদের বক্তব্য বাস চালক অসুস্থ হয়ে পড়ার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে চাইলের না গিয়ে বাসেই শুয়ে থাকে। পরে রাতে পরিবারের লোকেদের সাথে কথাও বলে চালক। শ্রমিকদের বক্তব্য রবিবার ভোরে বাসটি তামিলনাড়ুর কাছে একটি পেট্রল পাম্পে ঢোকার সময় আমরা বুঝতে পারি চালকের মৃত্যু হয়েছে।
প্রশাসন সূত্রে খবর বাস চালকের লাল রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানোর পাশাপাশি বাসের প্রতিটি যাত্রীকে কোয়ারেন্টিনে রেখে তাদের ও লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।