fbpx
কলকাতাহেডলাইন

সরকারি সিদ্ধান্তের আগেই ১৩ রুটের বাস মালিকরা নিজেরাই ভাড়া বৃদ্ধি করে পরিষেবা বহাল রাখল

অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: সরকারি সিদ্ধান্তের আগেই কলকাতায় ১৩ রুটের বাস মালিকরা নিজেরাই ভাড়া বৃদ্ধি করে পরিষেবা বহাল রাখল। গত কযেক দিন আগেই বাস মালিক আট বাস মালিক সংগঠনের সঙ্গে বাস ভাড়া বৃদ্ধি কারণ জানতে চেয়ে আলোচনায় বসে ছিল পরিবহন দফররের রেগুলেটরি কমিটির এক্সপার্টরা।
বৈঠকের পর সব সংগঠনগুলি একত্রে জানিয়েছিল আলোচনা ইতিবাচক। কিন্তু বুধবার থেকে রাজ্য সরকারের সিদ্ধান্ত ছাড়াই  লোকসান কমাতে একতরফা ভাবে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল বাস-মিনিবাস মালিক সংগঠনগুলি। আনলক ওয়ানে বেসরকারি বাস পরিষেবা শুরুর আগে থেকেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে বাস-মিনিবাস সংগঠনগুলি৷ বাস চলবে কি না, চলল নতুন নাকি পুরনো ভাড়াতেই চলবে বাস এই নিয়েই কেটে গিয়েছিল এক সপ্তাহ।বাস মালিক সংগঠনগুলি এবং রাজ্য সরকারের মধ্যস্থতায় শেষ পর্যন্ত বেসরকারি বাস পথে নামে। এ হেন পরিস্থিতিতে একতরফা ভাবেই বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন ১৩টি রুটের বাস মালিকরা৷ তাঁদের দাবি, বাসে উঠলেই দিতে হবে ১০ টাকা৷
বাস মালিকদের বক্তব্য, ডিজেলের দাম পেট্রোল এর থেকেও বেশি। তার উপর দুমাস বন্ধ থাকায় লোকসানে চলছেন তারা। দুমাস ধরে টানতে হয়েছে বাস চালক এবং কর্মচারীদের। ডিজেলের অস্বাভাবিক মূলবৃদ্ধির ফলে পুরনো ভাড়ায় বাস চালানো কঠিন হয়ে যাচ্ছে৷ তাই ১৩টি রুটের বাস মালিকরা একতরফা ভাবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিলেন৷ এখন থেকে বাসে উঠলেই প্রাথমিক ভাবে দিতে হবে ১০ টাকা৷ এরপর প্রতি স্টেজে ভাড়া দিতে হবে ৫ টাকা করে আরও৷ অর্থাৎ দশের পর পনেরো-কুড়ি এবং ২৫ টাকা পর্যন্ত ভাড়া দিতে হবে যাত্রীদের। যে ১৩ টি বাসরুটে ভাড়া বৃদ্ধি পেল সেগুলি হল— ২২৩, ২২১, ২১৯, ২১৯/১, কেবি ২১, ৯৩, ৩০ডি , ডিএন ৮, ৩০বি, ৩০বি/১, ৪৫এ, ৪৫বি প্রমুখ৷

Related Articles

Back to top button
Close