fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উদ্বোধন হল মেচেদায়

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: এক অনাড়ম্বর শৃঙ্খলাপূর্ণ, ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উদ্বোধন করলেন বঙ্গবিভূষণ প্রাপ্ত পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক সুহৃদ কুমার ভৌমিক। পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা বাস স্ট্যান্ডের অনতিদূরে বিদ্যাসাগর পল্লী আবাসিক সমিতির উদ্যোগে দ্বিশতবর্ষ পূর্তি উপলক্ষে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাব্রতী সুকুমার মাইতি, প্রধান শেখ সেলিম আলী জেলা পরিষদের কর্মাদ্যক্ষ সিরাজ খান, সম্পাদক চন্দন সাহু, শান্তনু খাটুয়া, বিশ্বনাথ পড়িয়া, গনেন রায় অসিত সাই প্রমূখ। উপস্থিত বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিদ্যাসাগরের চারিত্রিক ও ব্যক্তিত্ব সাহিত্যে তার অবদান, স্ত্রী শিক্ষার প্রসারে, উপনিবেশিকতার বিরুদ্ধে তার ভূমিকা, বিধবা বিবাহের প্রবর্তনায় কেবলমাত্র শাস্ত্র বিচার করে নয়, পিছনে ছিল মমতার ফল্গু ধারা। বিদ্যাসাগর হিসাবে আজও সবার কাছে সমান ভাবে গৌরব উজ্জ্বল।

আরও পড়ুন: জীবনবোধের নাম সৌমিত্র…

আজও বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, শকুন্তলা বই মানুষের কাছে প্রাসঙ্গিক। প্রয়াত মৃগাঙ্কশেখর খাটুয়ার স্মৃতিতে বিদ্যাসাগরের মূর্তি বসান তার পরিবারের সদস্যগণ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ম্বাতী ভৌমিক।

Related Articles

Back to top button
Close