নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : করোনা আর লকডাউনের জেরে ভিন রাজ্যের যে সমস্ত শ্রমিকরা বাড়ি ফিরে গিয়েছেন বা যাচ্ছেন তাঁদের জন্য বিশেষ প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এই বিশেষ প্রকল্পের মাধ্যমে ওই সমস্ত শ্রমিকদের জন্য আগামী চার মাসের জন্য নগদ অর্থ বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই প্রকল্প চালু করা হতে পারে জুন মাস থেকেই। তবে কোন কোন জেলায় ২৫ হাজারের বেশি শ্রমিক কাজ হারিয়ে ফিরে গিয়েছে, সেটি খতিয়ে দেখে আগে সেই সমস্ত জেলায় এই প্রকল্প চালু করা হতে পারে।
আরও পড়ুন: বাংলায় লকডাউন: চালু হবে শ্য়ুটিং, খুলছে শপিং মল-রেস্তোরাঁ-হোটেল,নির্দেশিকা জারি নবান্নে
লকডাউন পরিস্থিতিতে কত কর্মী ছাঁটাই হয়েছে শুক্রবারই শ্রম মন্ত্রকের কাছে জানতে চায় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সূত্রের দাবি সেই তথ্য হাতে পাবার পরেই পরিকল্পনা গ্রহণের কাজ শুরু হয়েছে। এই সমস্ত কর্মহীন মানুষের জন্য কত অর্থবরাদ্দ করতে হবে তার হিসাব কষা হচ্ছে। সূত্রের খবর, সরকার ইতিমধ্যেই যে বরাদ্দ করে রেখেছে সেই বরাদ্দকৃত অর্থ থেকেই এদের সাহায্য করা যায় কিনা তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে বর্তমানে এমএনরেগা সহ বিভিন্ন যে স্কিম আছে, সেগুলিতেই কিছু বদল করা হবে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে। এছাডা সরকার সম্প্রতি ছোটো ব্যবসা, কৃষিক্ষেত্র ও গ্রামীন অর্থনীতির জন্য যে প্যাকেজ ঘোষণা করেছে সেগুলির মাধ্যমে এই সমস্ত শ্রমিকদের সুবিধা দেওয়া হতে পারে।