বদল হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ইঙ্গিতমতোই পরিবর্তন হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট। ২ এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা। এপ্রিল মাসের ২ থেকে ২০ তারিখ পর্যন্ত রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। ২০ এপ্রিলের পরিবর্তে ২৬ এপ্রিল পরীক্ষা শেষ হবে। সোমবার ঘোষণা করে উচ্চমাধ্যমিকের কিছু পরীক্ষার দিন বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন সাংবাদিক বৈঠক ডেকে জানানো হয়েছে, JEE Main-এর কারণে ১৬ এপ্রিলের বদলে কয়েকটি পরীক্ষা ১৩ এপ্রিল। ১৮ এপ্রিল একাধিক পরীক্ষার দিন বদলে ২৫ এপ্রিল পরীক্ষা হবে। ২০ এপ্রিলের অর্থনীতির পরীক্ষা হবে ২৬ এপ্রিল। ১৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে নেওয়া হবে ১৮ এপ্রিল। ফলে ২০ এপ্রিলের বদলে ২৬ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বড় অংশ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে বসে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, ২৩ এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা(State Joint Entrance)। তার আগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স(JEE Main)। চলতি বছর প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন। কিন্তু দেখা যায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর ন্যাশনাল টেস্টিং এজেন্সি JEE Main-এর যে সূচি ঘোষণা করেছে তার সঙ্গে একইদিনে উচ্চমাধ্যমিকের(Higher secondary Examination 2022) একটা পরীক্ষা পড়ে যাচ্ছে। যাঁরা ফিজিক্স, অঙ্ক এবং কেমিস্ট্রি নিয়ে পড়েন তাঁদের একটা বড় অংশ এই পরীক্ষায় বসেন। ফলে একইদিনে পরীক্ষা হলে সমস্যা পড়বেন তাঁরা। এরপরেই বৈঠক ডেকে বদল করা হল উচ্চমাধ্যমিকের কিছু পরীক্ষার দিন।
উচ্চ মাধ্যমিকের নয়া সূচি
২ এপ্রিল (শনিবার): – বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু (প্রথম ভাষা), সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাত, পঞ্জাবি।
৪ এপ্রিল (সোমবার): – ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ।
৫ প্রিল (মঙ্গলবার): ভোকেশনাল বিষয় – হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইস, ইলেকট্রনিকস, টুরিজম ও হসপিটালিটি, প্লাম্বিং, কন্ট্রাকশন।
৬ এপ্রিল (বুধবার): বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস, পলিটিকাল সায়েন্স।
৮ এপ্রিল (শুক্রবার): অঙ্ক, সাইকোজলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।
৯ এপ্রিল (শনিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভারয়নমেন্টাল স্টাডিজ, হেলথ এবং ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।
১১ এপ্রিল (সোমবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
১৩ এপ্রিল (বুধবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি।
১৮ এপ্রিল (বুধবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি।
২৫ এপ্রিল (সোমবার): স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। সেই পরীক্ষা ১৮ এপ্রিল ছিল।
২৬ এপ্রিল (বুধবার): ইকোনকিমস। এই পরীক্ষা ২০ এপ্রিল ছিল।