fbpx
কলকাতাহেডলাইন

শরীর কেমন আছে জানতে সুকান্ত মজুমদারকে ফোন মুখ্যমন্ত্রীর

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে আপাতত হাসপাতালে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবারই ভর্তি করা হয় তাকে। সেই সময় জ্বর সহ শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে জানা গেছে। এর পরে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। অক্সিজেনের লেভেলও স্বাভাবিক আছে।

আজ সোমবার সকাল ১১ টা নাগাদ ফোন করে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আড়াই মিনিট কথা বলেন। শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। কিছু প্রয়োজন হলেই তাঁকে জানাতে বলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৌজন্যবোধে খুশি সুকান্ত মজুমদারও।

দিনকয়েক শরীর ভাল যাচ্ছিল না  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ব়্যাপিড টেস্ট হয় তাঁর। আরটি পিসিআর টেস্টেও রিপোর্টও পজিটিভই আসে।  রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক বলে হাসপাতাল সূত্রে খবর।

 

Related Articles

Back to top button
Close