কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন
তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার উপাধ্যক্ষ ডঃ সুকুমার হাঁসদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক শোক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভার উপাধ্যক্ষ ডঃ সুকুমার হাঁসদার প্রয়াণে আমি গভীর শােক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল ৬৬ বছর। ডঃ হাঁসদা তার সারা জীবন আদিবাসীদের উন্নয়নব্রতে উৎসর্গ করেছিলেন। আদিবাসী আন্দোলনে ও আদিবাসী মানুষের কল্যাণসাধনে তার ভূমিকা ও অবদান ছিল বিরাট।
আদিবাসী সমাজের অভ্যন্তরে থেকে তিনি তাদের বিকাশে নিজের জীবন অতিবাহিত করেন। আমি সুকুমার হাঁসদার পরিবার – পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ সেই সঙ্গে এদিন রাজ্যের সব সরকারি অফিসে পতাকা অর্ধনমিত রাখা হয়। সুকুমার হাঁসদার মৃত্যুতে শােকস্তব্ধ রাজনৈতিক মহল । উল্লেখ্য, ড: সুকুমার হাঁসদা ঝাড়গ্রাম কেন্দ্রে দুবারের নির্বাচিত বিধায়ক। তিনি পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। এছাড়া এদিন বিরােধী দলনেতা আবদুল মান্নান এবং সুজন চক্রবর্তীও তার মৃত্যুতে শােকপ্রকাশ করেন।