
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন মোড় নিল।প্রশাসনিক বৈঠক থেকেই ফের রাজ্যপালের নাম করে পূর্ব মেদিনীপুরের এসপি প্রকাশ্যে তীব্র ধমক মুখ্যমন্ত্রীর। এদিন প্রশাসনিক সভা চলাকালীন মুখ্যমন্ত্রী বলে ওঠেন, পূর্ব মেদিনীপুরের এসপি কোথায়? কোথায় লুকিয়ে আছে? জেলায় হিংসা ছড়াচ্ছে। অনেক দিন বলেছি, তাও কোনও কাজ হয়নি কেন? রাজ্যপাল কি কোনও নির্দেশ দিয়েছেন। কাজ করতে দেওয়া হচ্ছে? কেউ ইন্ধন মূলক নির্দেশ দিচ্ছেন। তোমাকে কি রাজ্যপাল ফোন করছেন? কারোর কথা না শুনে কাজ করতে হবে। কাজ করতে কি ভয় লাগছে? হলদিয়ায় খবর পেলার দুজন গ্রেফতার। এক্সাইড, ধানুকা ইন্ডাস্ট্রিতে সমস্যা করছিল। আমাকে হস্তক্ষেপ করতে হল কেন? সেটা জানান। এসপি কিন্ত রাজ্য সরকারের। এদিন ব্যারাকপুর কমিশনারেট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন এত অশান্তির খবর আসছে। এব্যাপারে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বাইরে থেকে অস্ত্র এনে অশান্তি পাকানোর চেষ্টা। পরিকল্পিতভাবে এই অশান্তি ঘটানো হচ্ছে।
দরকার হলে এসটিএফ, ডিজি, কলকাতা পুলিশের সাহায্য নেওয়ার নির্দেশ দেন তিনি।