
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কেরল, তামিলনাড়়ুর কলেজগুলিতে আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আনার পক্ষে ইঙ্গিত দিয়েছে রাজ্য প্রশাসন। এবার সেই পথে হাঁটতে চলেছে বাংলা। এদিন রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল নয়, হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন ঘোষণার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে প্রয়োজন আইনের সংশোধন। শীঘ্রই রাজ্য বিধানসভায় এই প্রসঙ্গে বিল আনা হবে।
এর ফলে যে রাজ্য-রাজ্যপাল সংঘাত যে চরমে উঠল সে কথা বলার অপেক্ষা রাখে না।
রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল বৃহস্পতিবার নবান্নে। এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আগাম ইঙ্গিত ছিল। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ”রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য এখন রাজ্যপাল। কিন্তু এই সংক্রান্ত আইন সংশোধন করা হবে। আর তাতে আচার্য হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুতই এই সংক্রান্ত আইনি প্রক্রিয়া শুরু হবে।”