
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: দুর্গাপুজো হেরিটেজ স্বীকৃতি দিয়েছেন ইউনেস্কো। সেপ্টেম্বরের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবছর পুজো আগেই শুরু হয়ে গেল। এবার সেই মতো শুরু হয়ে গেল পুজোর উদ্বোধন। বৃহস্পতিবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। গত বছর শ্রীভূমির ‘বুর্জ খলিফা’ দেখতে অগণিত মানুষের ভিড় হয়েছিল ওই মণ্ডপে। চলতি বছরে তাদের থিম ‘ভ্যাটিক্যান সিটি’। যদিও, বৃহস্পতিবার উদ্বোধন হলেও মণ্ডপ এখনও সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা হবে না। পুজোর তৃতীয়া থেকে মণ্ডপটি খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। গত বুর্জ খলিফায় মারাত্মক ভিড়ের জন্য মাঝপথেই বন্ধ করে দিতে হয় মণ্ডপ। এমনকী লাইটিং-এর জন্য উড়ান চলাচলেও সমস্যা তৈরি হয়।
উদ্বোধন করতে এসে সেই কথা মনেও করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “‘সুজিতবাবুকে একটাই অনুরোধ- ‘বাবু’ বলছি, আমার রাস্তা যেন বন্ধ না হয়। শেষকালে লোকে প্লেন ধরতে পারল না। রাস্তায় যেতে পারল না। এগুলো যেন না হয়’। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সর্বদা চোখ রাখি। আপনারা ভাববেন না, আমি পুজোর সময় ছুটি নিয়ে বসে থাকি। মানুষ যখন রাস্তায় থাকে আমি তখন পাহারাদার হিসাবে পাহারা দিই। কোথায় কী হচ্ছে না হচ্ছে আমি সমস্ত খোঁজখবর রাখি’। এদিন ‘টালা প্রত্যয়’ এবং বিধাননগরের এফ ডি ব্লকের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।