উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ মণিপুর রাজ্যের জন্য শৃঙ্খলাপরায়ণ, কর্তব্যনিষ্ঠ বিশ্বস্ত সৈনিক বীরেন সিংকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি। নির্বাচিত করা হল ৪৬ বছর বয়সী পুষ্কর সিং ধামিকে। বেশ কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন তা নিয়ে বিস্তর আলোচনা চলছিল। আজ মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই শেষ হল সেই জল্পনা। ঠাকুর জাতিভুক্ত পুষ্কর সিং ধামিকেই বেছে নিল বিজেপি।
আজই ঘোষণা হওয়ার কথা ছিল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম। সেই মতো ঘোষণা করল বিজেপি। বিকালে রাজনাথ সিং সহ অন্যান্যরা গিয়েছেন দেরহাদুনে বিধায়কদের নিয়ে মিটিংয়ের পরে এদিন সন্ধ্যায় এব্যাপারে সিদ্ধান্তে আসনে বিজেপি নেতৃত্ব।
এবারের ভোটে মূলত পুষ্কর সিং ধামির নেতৃত্বেই লড়াইতে ছিল গেরুয়া শিবির। কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, আমি ধামিকে শুভেচ্ছা জানিয়েছি। বিগতদিনে খুব কম সময়ের মধ্যে তিনি বিজেপিতে জায়গা তৈরি করেছেন। আমার আশা তাঁর নেতৃত্বে বিজেপি উত্তরাখন্ডে বড় উন্নতি করবে।
পুষ্কর সিং ধামি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। ধামি বলেন, ২০২৫ সালের মধ্যে আদর্শ রাজ্য হবে উত্তরাখণ্ড। সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাব। রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর এমএম সেমওয়াল বলেন, আগামী ৫ বছর যাতে উত্তরাখণ্ডে ক্ষমতার স্থিতাবস্থা থাকে তার উপরই জোর দিচ্ছে বিজেপি। সেকারণেই পুষ্কর সিং ধামিকে বাছা হয়েছে।
নম্র স্বভাবের মানুষ পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের মানুষের মনে তার নিজের জায়গা তৈরি করেছেন।
মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে ছিলেন পুষ্কর সিং ধামি। তবে সেই তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং বর্ষীয়ান নেতা সাতপাল মহারাজ। তবে শেষ হাসি হাসল ধামি।