fbpx
কলকাতাহেডলাইন

ইসকনের রথযাত্রায় সামিল মুখ্যমন্ত্রী, রীতি মেনে দড়ি টানলেন, করলেন আরতি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: দীর্ঘ দু বছর পর কলকাতায় মহাসমারোহে পালিত হল রথযাত্রা। কলকাতায় ইসকনের রথযাত্রা উৎসবে শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মিন্টো পার্কের অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে পায়ে হেঁটে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। এদিন ইসকনের জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান এবং বিধায়ক সোহম চক্রবর্তী। এদিন ছিল কলকাতা ইসকনের ৫১ তম রথযাত্রা উৎসব। সকাল থেকেই প্রচুর মানুষের সমাগম হয় কলকাতার ইসকন মন্দিরে।

এদিন রথের দড়ি নিজের হাতে টেনে ৮ দিনব্যাপী উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরতি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘জগ্ননাথদেবের কাছে আমি বাংলার মঙ্গলকামনা করেছি। দেশের এবং বিশ্বের মঙ্গলকামনা করেছি। আমরা সকলে মনে করি কেবলমাত্র পুরীতেই রথযাত্রা উৎসব পালিত হয়। তা নয়, ইসকন, মাহেশ এখানেও সাড়ম্বরে রথাযাত্রার অনুষ্ঠান আয়োজন করা হয়।’ ৮ দিন ধরে চলবে এই ইসকনের রথযাত্রা উৎসব। ১ জুলাই থেকে আগামী ৮ জুলাই অবধি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে থাকবেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। সেখানেই অস্থায়ী মাসির বাড়িতে থাকবেন তাঁরা।

Related Articles

Back to top button
Close