fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আজ পুরুলিয়া সাতটি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, চূড়ান্ত প্রস্তুতি

সাথী প্রামাণিক, পুরুলিয়া: আজ পুরুলিয়া জেলার ৭টি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলাতেও ভার্চুয়্যালভাবে উদ্বোধন হবে বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া শহরে ৩টি ও বিভিন্ন ব্লক এলাকায় ৪ টি মণ্ডপ তালিকায় রয়েছে। ইতিমধ্যেই এইসব মন্ডপ গুলোতে প্রস্তুতি তুঙ্গে। তৎপরতা দেখা গিয়েছে পুলিশ ও প্রশাসনিক মহলে।
করোনা আবহে সাত দিন আগে থাকতেই পুজোর উদ্বোধনকে ঘিরে উৎসাহ দেখা গিয়েছে পুরুলিয়ায়। যদিও সেই মতো পুজোর আমেজ নেই জেলাজুড়ে।

আরও পড়ুন: ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত অন্ধ্র-তেলেঙ্গানা, মৃত ৩০, হলুদ সতর্কতা জারি, সরকারি ছুটি ঘোষণা

পুরুলিয়া শহরের শরৎ সেন কম্পাউন্ড, ধীবর সমিতি দুর্গাপুজো কমিটি, তেলকলপাড়া সর্বজনীন, মানবাজারের ইঁদকুড়ি সর্বজনীন দুর্গাপুজো কমিটি, ঝালদা নামোপাড়া সর্বজনীন, আদ্রার বাঙালি সমিতি সর্বজনীন, রঘুনাথপুর থানা গ্রাম রক্ষী বাহিনী সর্বজনীন কমিটির পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button
Close