নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টুইট যুদ্ধে ফের রাজ্যপাল। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজকে বলেছেন, ‘ অশ্বডিম্ব’। বৃহস্পতিবার পাল্টা জবাবে রাজ্যপাল টুইট করলেন, মুখ্যমন্ত্রীর অবস্থান নেতিবাচক।
প্রসঙ্গত বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক কালে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব বেঁধেছে। এবার কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়েও দুই শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে লড়াই বাঁধল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাংবাদিক বৈঠকের পরই বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ‘ অশ্বডিম্ব, বিগ জিরো। কাল যে কথা বলা হয়েছিল, তাতে ভেবেছিলাম রাজ্যগুলো হয়তো কিছু পাবে। রাজ্যের সার্বিক উন্নতিতে যা কাজে আসবে। বাস্তবে অশ্বডিম্ব দেখতে পেলাম।’
আরও পড়ুন: আজ বিকেল ৪টেয় ফের দ্বিতীয় দফায় মোদির আর্থিক প্যাকেজের ব্যাখ্যা দেবেন অর্থমন্ত্রী
এর জবাবে টুইটের রাজ্যপাল লিখলেন, ‘ নেতিবাচক অবস্থান দুঃখজনক। পশ্চিমবঙ্গের পক্ষে ভালো নয়।’ একইসঙ্গে তিনি লিখেছেন, ‘এই প্যাকেজ দূরদৃষ্টিসম্পন্ন যুগান্তকারী প্যাকেজ। অর্থনীতি ও ছোট ব্যবসার পক্ষে দারুণ হিতকারী। কোভিড ১৯ এর সুড়ঙ্গ পথ পেরিয়ে আশার আলাকরশ্মি দেখা যাবে।’ রাজ্যের রাজনৈতিক মহল রাজ্যপালের এই টুইট যথেষ্ট ইঙ্গিত বাহী বলে মনে করছে।