fbpx
কলকাতা

বাগুইআটি কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর সিআইডি

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বাগুইআটি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। তার পর থেকে তৎপর সিআইডি।রাজ্য পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দোষীকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বাগুইআটিতে জোড়া অপহরণ করে খুনের ঘটনায় ওই থানার ওসি-র কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। বুধবার রাতে বাগুইআটি জোড়া খুনের তদন্ত করতে ভাঙড় থানা যায় সিআইডি টিম। সিআইডির চার জনের প্রতিনিধিদল ভাঙড় থানায় আসে। বাসন্তী হাইওয়ের পাশে যেহেতু মৃতদেহ উদ্ধার হয়েছে।

তাই কোন সময়ে বাসন্তী হাইওয়ে দিয়ে গাড়ি নিয়ে গিয়েছিল অভিযুক্তরা, তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। ভাঙর থানায় রাতেই পৌঁছে যান সিআইডি টিম। থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। বৃহস্পতিবারও তাঁদের থানার আসার সম্ভাবনা রয়েছে।

 

Related Articles

Back to top button
Close