কটূক্তির প্রতিবাদ করায় কলেজ ছাত্রীকে মারধর

মিল্টন পাল, মালদা: লক্ষ্মী পুজোর বাজার করে ফেরার পথে কলেজ ছাত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় মারধর। ঘটনায় আক্রান্ত ছাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার ইংরেজবাজার পুরসভার গৌররোড এলাকায়। ঘটনার শুক্রবার ওই কলেজছাত্রী সপরিবারে ইংরেজবাজার থানায় অভিযুক্ত যুবক দীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই কলেজ ছাত্রীর বাড়ি গৌড়রোড় তালতলা এলাকায়। মালদা কলেজের প্রথম বর্ষে পড়াশোনা করে। ওই ছাত্রী বৃহস্পতিবার রাতে লক্ষ্মী পুজোর বাজার করে বাড়ি ফিরছিলেন। সেইসময় গৌড় রোডের তালতলা মোড়ের কাছে ওই ছাত্রীকে একা পেয়ে অশ্লীল ইঙ্গিত এবং কটুক্তি করে অভিযুক্ত যুবক বলে অভিযোগ। আর সেই কটুক্তির প্রতিবাদ করতে গেলেই ওই ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় হেনস্তার পাশাপাশি কিল, চড়, ঘুষি মারা হয় বলে অভিযোগ। এরপর ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসে।
আরও পড়ুন- সর্ষের তেলে ভেজাল মেশানোর অপরাধে চাপড়ায় অভিযুক্তকে গ্ৰেফতার
ঘটনা বেগতিক দেখে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। আহত কলেজ ছাত্রী জানায়, প্রায় দিনই রাস্তায় তাকে একা পেয়ে উত্ত্যক্ত করছিল অভিযুক্ত যুবক দীপ ঘোষ। এদিন রাতে মদ্যপ অবস্থায় তার রাস্তা আটকায় এবং তাকে কু-প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশ্লীল আচরণ করে যুবক। তারই প্রতিবাদ করেছিলেন ওই ছাত্রী। তখন তাকে প্রকাশ্য রাস্তায় মারধর করা হয়। এরপরই স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত যুবক এলাকায় থেকে পালিয়ে যায়। ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে কলেজ ছাত্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়ে রয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।