নভেম্বর মাস থেকে শুরু নয়া শিক্ষাবর্ষের প্রথম ক্লাস, জানাল কেন্দ্র

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহে আগামী ১ নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে নয়া শিক্ষাবর্ষের (২০২০-২১) স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমেস্টার বা বর্ষের ক্লাস। মঙ্গলবার এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।
টুইটারে তিনি বলেন, ‘করোনাভাইরাস মহামারীর প্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের সূচি নিয়ে কমিটির রিপোর্ট গ্রহণ করেছে কমিশন এবং ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের) নির্দেশিকায় অনুমোদন দিয়েছে।’দেখে নিন তালিকা…
ভরতি প্রক্রিয়া : আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভরতি প্রক্রিয়া শেষ করতে হবে।
প্রথম বর্ষ বা সেমেস্টারের পঠনপাঠন শুরুর তারিখ : ১ নভেম্বর, ২০২০।
পরীক্ষার সময় : ২০২১ সালের ৮ মার্চ থেকে ২৬ মার্চ।
সেমেস্টার ব্রেক : ২০২১ সালের ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল।
জোড় সেমেস্টার শুরুর তারিখ : ২০২১ সালের ৫ এপ্রিল।
প্রস্তুতির জন্য ছুটি : ২০২১ সালের ১ অগস্ট থেকে ৮ অগস্ট।
পরীক্ষার সময় : ২০২১ সালের ৯ অগস্ট থেকে ২১ অগস্ট।
সেমেস্টার ব্রেক : ২০২১ সালের ২২ অগস্ট থেকে ২৯ অগস্ট।
এবারের ব্যাচের পড়ুয়াদের পরবর্তী শিক্ষাবর্ষের শুরুর তারিখ : ২০২১ সালের ৩০ অগস্ট।
In view of the COVID-19 pandemic, the Commission has accepted the Report of the Committee and approved the @ugc_india Guidelines on Academic Calendar for the First Year of Under-Graduate and Post-Graduate Students of the Universities for the Session 2020-21.
Suggested calendar👇 pic.twitter.com/JPYNhiWb0k
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) September 22, 2020
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে পড়ুয়ারা যে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সে কথা বিবেচনা করে তাঁরা কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভরতি হয়েও ছেড়ে দিলে পুরো অর্থ ফেরত পাবেন। মাইগ্রেশনের ক্ষেত্রেও একই সুবিধা পাবেন পড়ুয়ারা। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তা করতে হবে।