রচিত হল এক ঐতিহাসিকক্ষণের… পূণ্যলগ্নেই সম্পন্ন ভূমিপুজো

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক ক্ষণের শুভ সূচনা হল নির্দিষ্ট আচার অনুষ্ঠান মেনেই। মাত্রা ৩২ সেকেন্ডের জন্য স্থায়ী ছিল পূণ্য লগ্ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে আজ রচিত হল ইতিহাসের এক নতুন অধ্যায়ের। সাক্ষী থাকল গোটা দেশের মানুষ।
আরও পড়ুন:অযোধ্যায় শুরু হল রামমন্দিরের ভুমিপুজো, রয়েছেন মোদি
দীর্ঘদিনের লড়াইয়ের অবসানের পর সূচনা এক নতুন ভোরের। গোটা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী মোদী। পুজোয় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন মোহন ভগবত। এছাড়াও ছিলেন সাধু-সন্তরা। গনেশ পুজো দিয়ে শুরু হয় ভূমিপুজো।
আজ বুধবার মাত্র ৩২ সেকেন্ডের জন্য স্থায়ী হয় পূন্য লগ্ন। ১২ টা ৪৪ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২ টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত সেই মহরত স্থায়ী থাকবে। আগেই জানানো হয়েছিল। ঘড়ির কাঁটা দেখে ঠিক ১২ টা ৪৪ মিনিটে শুরু হয় সেই পুজো। শুভ সময় শেষ হওয়ার আগেই শেষ হয় পুজো। সেখান থেকে প্রধানমন্ত্রী মোদি সোজা চলে যান মূল মঞ্চে।
নির্ধারিত সময়ে এদিন অযোধ্যায় আসেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সোজা চলে যান হনুমান-গড়িতে। সেখানে আরতি করেন। এরপর সেখান থেকে চলে যান রামলালার অস্থায়ী মন্দিরে।
বলা যায় প্রধানমন্ত্রী মোদির হাত ধরে ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজিত হল।