দিল্লি ছাড়ার পরামর্শ পেলেন কংগ্রেস সভানেত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সভানেত্রীকে দিল্লি ছাড়ার পরামর্শ দিলেন চিকিৎসকরা। দিল্লিতে করোনার থেকে বেশি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে দূষণ। এই দূষণের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপজ্জনক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে চিকিৎকরা দিল্লি ছাড়ার পরামর্শ দিলেন। কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে, কয়েকদিনের জন্য চেন্নাই বা গোয়া যেতে পারেন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধীর সঙ্গে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীও কিছুদিনের জন্য দিল্লির বাইরে জেতে পারেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- করোনা ভাইরাস আল্লার সৈনিক!
চিকিৎসকরা জানিয়েছেন যে, দিল্লি দূষণ সোনিয়া গান্ধীর শারীরিক সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। শ্বাসকষ্ট ছিল সোনিয়া গান্ধীর। সেইসঙ্গে অনেকদিন ধরেই তাঁর ফুসফুসে সংক্রমণের সমস্যাও রয়েছে। আর তাই দিল্লির দৃষণ তাঁর উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন চিকিৎকরা। সেইকারণে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীকে অবিলম্বে দিল্লি ছাড়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য, অগাস্ট মাসেই শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে সোনিয়া গান্ধীর। সম্প্রতি সেই সমস্যা আরও বেড়েছে। আর এতেই তাঁকে দিল্লি ছাড়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।