fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

নওয়াদার ঢাল স্টেশনে থমকেই রয়েছে ফুট ওভারব্রিজ তৈরির কাজ

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: রেল লাইনে বসা কিংবা রেল লাইন দিয়ে হেঁটে যাওয়া আইনত অপরাধ। এই সাবধানতা বার্তা প্রতিনিয়ত ঘোষণা করা হয় প্রতিটি রেল স্টেশনে। রেল দফতরের সেই নির্দেশ মেনে চলার জন্য দীর্ঘ দিন ধরে বর্ধমান-রামপুরহাট লুপলাইনের নওয়াদার ঢাল স্টেশনে ফুট ওভার ব্রিজ তৈরির দাবি জানিয়ে আসছেন রেলযাত্রীরা ও সাধারণ মানুষ। কিন্তু আজও বিশবাঁও জলেই রয়েগেছে ফুট ওভার ব্রিজ তৈরির কাজ। তার ফলে হেঁটে রেল লাইন পারাপার করতে গিয়ে বিগত সাত বছর যাবৎ ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। ট্রেনের চাকার নিচে পড়ে পাঁচ জনের প্রাণও গিয়েছে ।
তবুও হুঁস ফেরেনি রেল দফতরের। কবে রেল দফতর ফুট ওভার ব্রিজ তৈরি করে এখন সেদিকেই তাকিয়ে নওয়াদার রেল যাত্রী ও সাধারণ মানুষজন।

রেল যাত্রীদের কথায় জানা গিয়েছে, এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি মেনে বছর সাতেক আগে নওয়াদার ঢাল স্টেশানে উঁচু প্ল্যাটফর্ম তৈরি হয়। তারপর থেকেই নওয়াদা স্টেশনে ফুট ওভার ব্রিজ তৈরির দাবি ওঠে। এক বছর আগে ফুট ওভার ব্রিজ তৈরির কাজ শুরু হয়। কিন্তু ঢালাই পিলার তৈরির প্রাথমিক কাজ হবার পর থেকে কোন এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে রয়েছে। তার জন্য নওয়াদার ঢাল স্টেশনের যাত্রীরা বারে বারে রেল প্রশাসনের কাছে দরবার করে চলেছেন। তাঁরা ডিআরএম থেকে শুরু করে জিএম, সবার কাছে ফুট ওভারব্রিজ তৈরির দাবি জানিয়েছেন কিন্ত কোন ফল হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়েই নওয়াদা, শিবদা, দেয়াশা, আলিগ্রাম, ওড়গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার যাত্রী প্রতিদিন ট্রেন থেকে নেমে রেল লাইন দিয়ে হেঁটেই যাতায়াত করছেন ।

নওয়াদার রেল যাত্রী সমিতির সদস্য বিশ্বজিৎ মণ্ডল বলেন, রেল লাইনের উপরে বসা কংবা হেঁটে যাওয়া আইনত অপরাধ বলে ঘোষণা করেছে রেল দফতর। নওয়াদার ঢাল সহ দেশের অন্য সমস্ত স্টেশান কর্তৃপক্ষও প্রতিদিন মাইকে সেই কথা ঘোষণাও করেন। কিন্তু ফুট ওভারব্রিজ না থাকায় নওয়াদার ঢাল স্টেশনের যাত্রীদের রেল লাইন দিয়ে হেঁটেই যাতায়াত করতে হচ্ছে। বিশ্বজিৎবাবু বলেন, লাইন পারাপার করতে গিয়ে গত তিন বছরে তিন জন যাত্রী কাটা পড়েছে। লাইনে মালগাড়ি দাঁড়িয়ে থাকার সময়ে সবাইকে জীবনের ঝুঁকি নিয়েই রেল লাইন পারাপার করতে হয়।ওই সময়ে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় মহিলা, বয়স্ক ও শিশুদের। নিত্যযাত্রী গৌর রায় বলেন, ‘এই বিষয়টি নিয়ে তাঁরা রেল দপ্তরে বহু আবেদন নিবেদন করার পর চলতি বছরে জানুয়ারি মাসে ফুট ওভারব্রিজ তৈরির কাজ শুরু হয়। কিন্তু স্টেশনের মাটির সমান্তরাল ঢালাই পিলার তৈরির প্রাথমিক কাজ টুকু শুধু মাত্র হবার পরেই কাজ বন্ধ হয়ে যায়। এখনও কাজ বন্ধ রয়েছে। আর সেই লকডাউন শুরুর সময় থেকে এখনও এই লাইনে ট্রেনও চলছে না। শুধুমাত্র হাতে গোনা কয়েকটি এক্সপ্রেস ট্রেন বর্ধমান – রামপুরহাট লুপ লাইনে চলাচল করছে। এই সময়ে ব্রিজের কাজ হলে কোনও সমস্যা থাকতো না।

আরও পড়ুন: এই প্রথম রাজ্যে তৈরি হল ‘মাস্ক ব্যাঙ্ক’, বিনামূল্যে মাস্ক পাবেন রাজ্যবাসী

নওয়াদা ঢাল স্টেশনের ম্যানেজার আনন্দ এক্কা জানাতে পারেননি কি কারণে ফুট ওভারব্রিজ তৈরির কাজ বন্ধ আছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, ‘কি কারণে ফুট ওভারব্রিজ তৈরির কাজ শেষ হয়নি সেই বিষয়ে আমাকে বিষয়ে খোঁজ নিয়ে দেখতে হবে।”

Related Articles

Back to top button
Close