fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

লাভ জিহাদের বিতর্ক, বিজ্ঞাপন তুলে নিল গয়না প্রস্তুতকারী সংস্থা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: লাভ জিহাদের বিতর্ক। এই বিতর্কের জেরে বিজ্ঞাপন সরিয়ে দিল এক গয়না প্রস্তুতকারী সংস্থা। প্রবল বিরোধিতার জেরে তারা বেবি শাওয়ারের বিজ্ঞাপন তুলে নেয়। ওই বিজ্ঞাপনে দেখানো হয়েছিল যে, মুসলিম পরিবারে বিয়ে হয়েছে একটি হিন্দু মেয়ের। বিয়ের পর মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে সাধের অনুষ্ঠান করে শ্বশুরবাড়ির লোকজনেরা। এই ভিডিওতে হিন্দু গর্ভবতী মহিলাকে তাঁর মুসলিম শাশুড়িকে বলতে শোনা যাচ্ছে যে, ‘মা আপনাদের তো এই অনুষ্ঠান পালিত হয় না? তখন মুসলিম শাশুড়ি জবাবে বলছেন, এই উৎসব পালন না করা হয় তো কি? মেয়েদের খুশি রাখার উৎসব তো সব বাড়িতেই পালন হয়।” গয়না প্রস্তুতকারী ওই সংস্থার এই বিতর্কিত বিজ্ঞাপন সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় সেটি বয়কট করার ডাক ওঠে।

[আরও পড়ুন- জঙ্গি দলে যোগ দিয়ে গ্রেফতার মাদ্রাসার ৩ শিক্ষক, ১৩ পড়ুয়া]

সোশ্যাল মিডিয়ায় কার্যত দুইভাগে ভাগ হয়ে যান নেটিজেনরা। একদলের মুখে বলতে শোনা যায় যে, বিজ্ঞাপনের প্রশংসা, অন্যদল বিজ্ঞাপনের তীব্র নিন্দা করে। ওই গয়না প্রস্তুতকারী সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয় যে,  আমাদের কর্মীদের কথা ভেবে ওই বিজ্ঞাপন তুলে নেওয়া হচ্ছে। তাঁরা জানিয়ে দেয় যে, সমাজের সবস্তরের মানুষের মধ্যে ঐক্যের একটি চিত্র তুলে ধরা হয়েছিল বিজ্ঞাপনের মাধ্যমে। কিন্তু বিজ্ঞাপনট সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন তুলেছে। মানুষের আবেগে অসচেতনভাবে আঘাত করায় আমরা  দুঃখিত।

 

Related Articles

Back to top button
Close