করোনার সংক্রমণ রুখতে বাজারগুলিকে স্যানিটাইজ করার কাজ শুরু করল সিপিএমের যুব সংগঠন
সোমা কর দিনহাটা: করোনা ভাইরাসের থেকে মানুষ কে রক্ষা করতে বাজারগুলি কে স্যানিটাইজ করার কাজ শুরু করল সিপিএমের যুব সংগঠন । বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে শনিবার দিনহাটা নিগমনগর বাজার স্যানিটাইজ করা হয়। এদিন সংশ্লিষ্ট বাজার এলাকায় থাকা মাছ , মাংস ও সবজির দোকান ও গোটা বাজার চত্বর স্প্রে করা ছাড়াও ব্লিচিং পাউডার থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে এলাকাকে জীবাণুমুক্ত করা হয়। এদিন ওই বাজার স্যানিটাইজ পড়ার সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি অভিনব রায় লোকাল কমিটির সভাপতি উজ্জ্বল গুহ, দলের মহিলা সংগঠনের সুজাতা চক্রবর্তী, গৌরাঙ্গ চক্রবর্তী প্রমুখ। এদিন নিগমনগর বাজার এলাকা স্যানিটাইজার করার পর বিভিন্ন স্থানে জমে থাকা নোংরা ও পরিষ্কার করে যুব সংগঠনের সদস্যরা। পর্যায়ক্রমে এই কর্মসূচি আগামীতেও চলবে বলে সংগঠন সূত্রে জানা গেছে। এদিন সংশ্লিষ্ট বাজার এলাকাকে জীবাণুমুক্ত করার যুব সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয়রা অনেকেই।
সংগঠন জেলা সহ-সভাপতি অভিনব রায় বলেন এই রোগ মোকাবিলায় দিনহাটার বিভিন্ন হাট-বাজার গুলিকেও স্যানিটাইজ করার জন্য তারা উদ্যোগী হন। তাদের অভিযোগ শহরের দু-একটি বাজার স্যানিটাইজ করা হলেও গ্রাম এলাকার হাট-বাজার গুলির প্রতি বিমাতৃসুলভ আচরন করা হচ্ছে। তাই সংগঠনের পক্ষ থেকে মহকুমার বিভিন্ন হাট-বাজার গুলি স্যানিটাইজ করার কাজ এ দিন শুরু হয়। পর্যায়ক্রমে এই কর্মসূচি চলবে বলেও নেতৃত্ব জানান।(